বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Murshidabad: বহরমপুরে প্রকাশ্যে বেআইনিভাবে চাষের জমির মাটি কাটার অভিযোগ

Pallabi Ghosh | ২৪ মার্চ ২০২৪ ১৪ : ৫৮Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা ব্যস্ত হয়ে পড়েছেন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার কাজে। অভিযোগ, এই সুযোগে বহরমপুর ব্লকের বেলেপুকুর, মল্লিকপাড়া, বোটাডাঙ্গা এবং অন্যান্য এলাকাগুলোতে শুরু হয়েছে বেআইনিভাবে মাটি কাটার কাজ।
স্থানীয় কয়েকজন মাটি মাফিয়া সকাল থেকে দুপুর পর্যন্ত জেসিবি মেশিন লাগিয়ে বিঘার পর বিঘা জমি থেকে বেআইনিভাবে মাটি কেটে নিচ্ছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে -গত প্রায় ১০ দিন ধরে ভাকুড়ি-১ গ্রাম পঞ্চায়েতের বেলেপুকুর এবং রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকা থেকে মূলত এই মাটি কাটার কাজ চলছে।
স্থানীয় কিছু বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন, "আমরা জানতে পেরেছি জনৈক সেলিম শেখ নামে এক ব্যক্তি এই মাটি কাটার কাজের সাথে যুক্ত। তিনি এলাকাতে এতই প্রভাবশালী যে তাঁর বিরুদ্ধে কারও মুখ খোলার সাহস নেই। গ্রামবাসীরা জানিয়েছেন সেলিম এবং তাঁর দলবল সকাল তিনটে থেকে দুপুর দুটো পর্যন্ত এলাকার একাধিক চাষের জমি থেকে জেসিবি মেশিন ব্যবহার করে মাটি কেটে নিচ্ছে এবং সেই মাটি ৩০- ৪০টি ট্রাক্টারে ভর্তি হয়ে পৌঁছে যাচ্ছে এলাকার ইটভাটাগুলোতে।"
গ্রামবাসীদের অভিযোগ মাটি মাফিয়া সেলিমের সাথে এলাকার তৃণমূল নেতৃত্বের ওঠা বসা রয়েছে। বেআইনিভাবে মাটি কাটার প্রতিবাদ করতে গিয়ে দু"একবার গ্রামবাসীদের হুমকির মুখেও পড়তে হয়েছে।তারপর থেকে কেউই আর এই বেআইনি কাজের প্রতিবাদ করার সাহস পাননি
রাজধারপাড়া গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্য আনারুল মল্লিক বলেন, "স্থানীয় ভূমি রাজস্ব আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান সকলেই সবকিছুই জানেন। তবে এই বিষয়ে আমার প্রতিবাদ করার কোনও ক্ষমতা নেই।আমি মুখ খুললেই আমার জীবন সংশয় হতে পারে।"
যদিও দিনের পর দিন তাঁর এলাকা থেকে বেআইনিভাবে মাটি কাটা হলেও সে বিষয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন রাজধরপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শফিউল ইসলাম। তিনি বলেন, "বেআইনিভাবে মাটি কাটার বিষয়টি কেউ লিখিত বা মৌখিকভাবে আমাকে এখনও পর্যন্ত জানায়নি। কী হয়েছে আমি খোঁজ নিয়ে দেখব।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন

জাস্টিস ফর আরজি কর কর্মসূচিতে তরুণীর সঙ্গে আলাপ ও বন্ধুত্ব, সেই সুযোগ কাজে লাগিয়েই তরুণীকে ধর্ষণের অভিযোগ ‘‌প্রতিবাদী’‌...

শ্রমিকদের হাতে খুন সুপারভাইজার, উত্তেজনা জুপিটার কারখানায়...

নারী নিরাপত্তাই মূল উদ্দেশ্য, মহিলা টহল ভ্যান চালু করল কোচবিহার জেলা পুলিশ...

৩০০ বছর ধরে এই জমিদার বাড়িতে চলছে দুর্গাপুজো, মা দুর্গার সঙ্গে পূজিত হচ্ছেন রাম-সীতাও...

বজ্রপাতে নষ্ট ট্রলারের ওয়্যারলেস, নিখোঁজ ৪৯ জন মৎস্যজীবী-সহ তিনটি ট্রলার...



সোশ্যাল মিডিয়া



03 24